‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’–এর তৃতীয় বর্ষে চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা
এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংগঠন ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’। সংগঠনটির তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গত রোববার ধানমন্ডির একটি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা ও কোভিড–১৯ দুর্যোগকালে মানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ চিকিৎসক ও ৮০ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।
কোভিড–১৯ দুর্যোগকালে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে টেলি চিকিৎসা, রক্তদান কর্মসূচি, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান, অক্সিজেন সরবরাহ, অসহায়–ছিন্নমূল মানুষকে খাদ্যসহায়তা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’—এই নীতিতে ফাউন্ডেশনের চলমান খাদ্য বিতরণ কার্যক্রমে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা এবং বিভিন্ন জেলা শহরে অসহায় মানুষের মধ্যে ছয় শতাধিক প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হলেও চাহিদা বাড়ার কারণে ধারাবাহিকভাবে এটি বাড়ানোর পরিকল্পনা চলছে।
চলমান প্রোগ্রামগুলো এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের সদস্যসহ এর সঙ্গে সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে।
‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’ একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধিত হয়। এ ছাড়া ফেসবুকভিত্তিক গ্রুপ ‘এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী)’ ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে। যার বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৪২ হাজার।