‘আমরা করব জয়’–এর বর্ষপূর্তি উদ্যাপিত
‘ভাবনা থেকে হোক ভালো কাজ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্যাপন করা হয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র বর্ষপূর্তি উৎসব। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে রচনা, কুইজ, চিত্রাঙ্কন, আবৃতি প্রতিযোগিতাসহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান। এতে স্বেচ্ছা ফাউন্ডেশন রংপুরের সহযোগিতায় দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বিকেল পাঁচটায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজাপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্লাবন শুভ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস কে মোহাম্মদ আলী, সমাজসেবক মানিক মণ্ডল প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে রচনা, কুইজ, চিত্রাঙ্কন, আবৃতি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সন্ধ্যা সাতটায় জাদু প্রদর্শনী এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।