অনন্য মাশরাফি
কেউ ডাকে মাশরাফি, কেউ আবার কৌশিক;
ছিল সে নেতা এক—অনন্য রাজসিক।
ঘিরে চিত্রা নদীর পার,
কেটেছে শৈশব তাঁর।
নদীর মতোই ছিল সে স্বাধীন,
চলেছে আপন পথে দুরন্ত বাধাহীন।
দিয়েছে বার্তা কিশোর বয়সে,
কাঁপাবে মাঠ সে
লাল-সবুজ ভালোবেসে।
আঘাতে আঘাতে হয়েছে ক্ষতবিক্ষত,
ফিরেছে বারবার, হয়নি পরাজিত।
সতীর্থরা ছিল যখন হতাশায় ভেসে,
জাগিয়ে দিয়েছে তাঁদের জাদুর পরশে।
নেতা হয়েই বুঝি জন্মেছিল সে,
করেছে হৃদয় জয় একদম অনায়াসে।
তাঁরই হাত ধরে এগিয়েছে দল,
বিশ্বাসে বলীয়ান, হয়েছে সবল।
বিশ্ব শুনেছে বাঘের গর্জন,
বিস্ময়ে হতবাক, কত শত অর্জন।
অনেকেই হয়তো হয় দলের অধিনায়ক,
সকলে হয় না তাঁর মতো নায়ক।