মনের তুলিতে আঁকা ছবি
মনের চোখে আঁকা যে রেখা, সে তো কেউ সরাবার নয়
যে যাকে যে মনে এঁকেছে, তার ছবিটা সেথা সেভাবেই রয়।
তোমার ছবিটা যে এঁকেছে, সেথায় তুমি সেভাবেই আছো
সরাতে যেয়ো না চির–অঙ্কিত এ রেখা, কেউ তা সরাবার নয়তো।
তুমিও এঁকেছ কত কত ছবি, সেসব চেয়ে দেখো আজি
কিছু বিবর্ণ কিছু ধুলোটে কিছু জাজ্জ্বল্যমান অদ্যাবধি।
মনের চোখে যা দেখো তুমি, তা–ই তো আঁকো মনের তুলিতে
কেউ নেই সেথা বাধা দেওয়ার তোমায়, কেউ নেই তোমায় সরাতে।
যার চোখে বড় তুমি, থাকিবেই বড় সেথা সারাটি জীবনভর
যদি না করো ভুল আর তোমামাঝে থাকে ভালোবাসার ভয়ডর।
বড়ও তোমাকে বড় ভাবতে পারে, ছোটও পারে ছোট করে
পরের কথায় কান দেবার নয়, সবে নিজেই নিজেকে বড় করে।
জীবনের আঁকা ছবি কত যে রকমের, হাতেরও যে কত রকমফের
যার তুলি, তুমি তাকেই ফিরিয়ে দাও, নিজেই নিজেরটি তুলে নাও ঢের।
জীবনের ছবিটা নিজেই আঁকো, যে যেভাবে এঁকেছে আঁকুক
নিজের আঁকানোটা বড়ই সুন্দর, থাকবেই তা চির অম্লান ও অটুট।