গ্রীন সিরাজগঞ্জ কাজ করছে মানুষের সেবায়

সিরাজগঞ্জের পারিপার্শ্বিক পরিবেশ তথা নাগরিক জীবনযাত্রা মান উন্নত এবং সিরাজগঞ্জবাসীকে নানা বিষয়ে সচেতন করতে কাজ করছেন গ্রীন সিরাজগঞ্জ নামের একটি সংগঠন সদস্যরা।

‘পরিচ্ছন্ন-সবুজ-বাসযোগ্য সিরাজগঞ্জ হোক আমার অঙ্গীকার’ স্লোগান নিয়ে শিক্ষানবিশ আইনজীবী আশিক আহমেদ সংগঠনটি গঠনের উদ্যোগ নেন। তাঁর উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শহরের অসংখ্য তরুণ স্বেচ্ছায় কাজ শুরু করে দিয়েছেন। বৃক্ষরোপণ, রক্তদান, বিভিন্ন দিবস উদ্‌যাপন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ নানা সামাজিক করে আসছে।

পরিবেশবাদী এ সংগঠনের সঙ্গে বিভিন্ন দলীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত রয়েছেন। তাঁরাও সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক করে আসছেন।

২০১৯ সালের ১০ নভেম্বর প্রতিষ্ঠিত সংগঠনটির প্রধান কার্যালয় সিরাজগঞ্জ জেলা শহরের ফজল খান রোডে। এ ছাড়া সিরাজগঞ্জের বাকি নয়টি উপজেলাতেও রয়েছে তাদের অসংখ্য স্বেচ্ছাসেবক। যেখানেই মানুষ সহযোগিতার জন্য সংগঠনটির সদস্যদের খুঁজছে, তারা চলে যাচ্ছে।

সংগঠনটির সঙ্গে আরও তিনটি সামাজিক সংগঠন যুক্ত রয়েছে। ফলে সিরাজগঞ্জ জেলা শহরের মানুষ বিনা মূল্যে নানা সুবিধা পাচ্ছে। সেগুলো হলো, সিএসজিএস গ্রীন ক্লাব, মানবতার ব্লাড ব্যাংক ও মানবতার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিস্তৃতি ছড়িয়ে দেওয়া, জরুরি মুহূর্তে রক্তের উৎস খুঁজে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনটির উদ্দেশ্য।