প্লাস্টিক দূষণ রোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ
‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্য সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে। আলোচকেরা প্লাস্টিক দূষণ রোধে সবার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম। তিনি বলেন, প্লাস্টিক দূষণ কমাতে সব পর্যায়ে সচেতনতা জরুরি। ভোক্তা পর্যায়ে মনমানসিকতার পরিবর্তন দরকার। রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হবে বিভিন্ন পদক্ষেপ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফরেস্ট একাডেমি, চট্টগ্রামের পরিচালক মোল্যা রেজাউল করিম। তিনি বলেন, প্লাস্টিকের ব্যাপক বিস্তৃতি নানা ধরনের দূষণের জন্ম দিচ্ছে। প্লাস্টিক দূষণের কারণে ইকোসিস্টেম হুমকির মুখে পড়েছে। এই দূষণ রোধে শিক্ষক, গবেষক, নীতিনির্ধারকসহ সবার ভূমিকা রাখতে হবে।
আলোচনায় আরও অংশ নেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি এ কে এম হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক শেখ আবু জাহিদ, এফ এম আশরাফুল আলম, মো. আবদুল কাদের তালুকদার, নির্বাহী সদস্য আতিক মল্লিক, রাশেদুর রহমান, তানজিমা হক, সুজিত রায় প্রমুখ।