জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড–২০২৪: আগামীকাল ময়মনসিংহে ‘ডিভিশনাল মিট’
অষ্টমবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড–২০২৪ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। গত ২৮ জুন আবেদন শুরু হয়েছে। এটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। ইয়ুথ অ্যাওয়ার্ড–২০২৪–এর প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল রোববার ময়মনসিংহে ‘ডিভিশনাল মিট’ অনুষ্ঠিত হবে। আজ শনিবার সিআরআইয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানবিক কাজ, দেশ গঠন ও সমাজে অবদানের জন্য দেশের সেরা তরুণ-তরুণীদের সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়।
এবারও ইয়াং বাংলা টিম যাচ্ছে সাত বিভাগে দেশ ও সমাজ পরিবর্তনে তরুণদের সাহসী অগ্রযাত্রার গল্প শুনতে। বিভাগগুলো হলো ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট। দেশের প্রান্তিক অঞ্চলগুলো থেকে সর্বাধিক সাড়া পাওয়ার লক্ষ্যেই এই ডিভিশনাল মিটগুলোর আয়োজন করে ইয়াং বাংলা টিম।
আগামীকাল ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে (জেলা শিল্পকলা একাডেমি, পুরাতন ভবন) দুপুর থেকে ডিভিশনাল মিটের আয়োজন করা হবে। ময়মনসিংহ ডিভিশনের জেলাগুলো ছাড়া কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর ও টাঙ্গাইল থেকেও তরুণ সংগঠনগুলো এই ডিভিশনাল মিটে অংশগ্রহণ করতে পারবে।
এবারও ইয়াং বাংলা টিম পর্যায়ক্রমে সাত বিভাগে ডিভিশনাল মিটের আয়োজন করবে জুলাই মাসজুড়ে। ডিভিশনাল মিট সম্পর্কে বিস্তারিত জানতে ইয়াং বাংলার ফেসবুক পেজে ভিজিট করতে বলা হয়েছে।
সিআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠন ছয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। আবেদনের বিষয়গুলো হলো সামাজিক অন্তর্ভুক্তি, সৃজনশীল সংস্কৃতি, ক্রীড়া ও সুস্থতা, শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু, উদ্ভাবন ও যোগাযোগ। ছয়টি ক্যাটাগরি থেকে দুটি করে মোট ১২টি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এই ক্যাটাগরির আওতাভুক্ত যে সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে, তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।
অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এতে আবেদন করতে পারবে এবং পুরস্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত দুই বছর হতে হবে।
এ ছাড়া সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাবকেও আবেদন করতে আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা।
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড–২০২৪–এ আবেদন করতে ভিজিট করতে হবে: jbya.youngbangla.org