সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক কর্মশালা ও নবীনবরণ
‘পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আমাদের এগিয়ে যেতে হবে। বিতর্ক চর্চা করে নিজের মেধাকে শাণিত করার মাধ্যমে আমাদের সৃজনশীল ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবের নবীনবরণ ও বিতর্ক কর্মশালায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা।
‘যুক্তিতেই মুক্তি’ স্লোগানে ২৪ ফেব্রুয়ারি বেলা তিনটায় অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী কফিলউদ্দীন আহম্মেদ। তিনি বলেন, ‘মুঠোফোনে আসক্ত না হয়ে আমরা সহশিক্ষা কার্যক্রমের একটি বৃহৎ অংশ বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলব।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পর্ষদের বিতর্কবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম খান। তিনি সনাতনী, বারোয়ারী ও সংসদীয় বিতর্কের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। শিক্ষার্থীরা বেশ মনোযোগ সহকারে ও স্বতঃস্ফূর্তভাবে আলোচনা শোনেন।
সবশেষে বিতর্ক–সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা করে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর অনুকূল চন্দ্র মণ্ডল। আরও উপস্থিত ছিলেন ডিবেটিং ক্লাবের প্রশিক্ষক ও শিক্ষক ফরিদ উদ্দিন ও আজাদ বাবু।
লেখা: প্রশিক্ষক ও সহকারী শিক্ষক (বাংলা), সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।