দারিদ্র্য নিরসন কর্মসূচির প্রসারের আহ্বান ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালকের

ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি ফিরিয়ে আনতে কার্যকর ও প্রমাণিত কর্মসূচিগুলোর প্রসারে অবিলম্বে জোরদার উদ্যোগ নেওয়া উচিত। সম্প্রতি দোহায় অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে দেওয়া বক্তব্যে শামেরান আবেদ এসব কথা বলেন। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। ব্র্যাকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনের প্রথম উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে শামেরান আবেদ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন ও কাউকে পেছনে ফেলে এগিয়ে না যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। গোলটেবিল যৌথভাবে সভাপতিত্ব করেন মালাউয়ির প্রেসিডেন্ট ল্যাজারাস ম্যাকার্থি চাকওয়েরা ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।

শামেরান আবেদ বলেন, কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও যুদ্ধ-সংঘাতসহ নানাবিধ সংকট দারিদ্র্য বিমোচনের সংগ্রামকে আরও জটিল করেছে। কিন্তু অতিদরিদ্র পরিস্থিতি থেকে সফল ও টেকসইভাবে মানুষের উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে, এমন কর্মসূচিও রয়েছে। ব্র্যাকের কর্মসূচির দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, এ কর্মসূচিতে অতিদরিদ্র পরিবারের জন্য আর্থিক বিনিয়োগ ও সুনির্দিষ্ট  সেবার সমন্বয়ের মাধ্যমে যে অতিদরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা যায়, তা ব্যাপক গবেষণার মাধ্যমে ইতিমধ্যে প্রমাণিত।  

শামেরান আবেদ আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিশ্রুতি পূরণে কার্যকর প্রমাণিত উদ্যোগগুলোকে রাজনৈতিক সদিচ্ছা, বিনিয়োগ ও কার্যক্রমের মাধ্যমে ব্যাপকভাবে প্রসারিত করতে হবে। অতিদরিদ্র্যের চরম সীমায় যাঁরা কোণঠাসা হয়ে আছেন, তাঁরা আমাদের কাছে এমনটাই প্রত্যাশা করেন।

গোলটেবিলে আরও বক্তব্য দেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট টারজা কারিনা হ্যালোনেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক আকিম স্টাইনার এবং বিশ্ব ব্যাংকের পূর্ব ও দক্ষিণ আফ্রিকাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া কোয়াকোয়া। বৈঠকের মুক্ত বিতর্ক পর্বে ১৯টি দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এলডিসি–৫ সম্মেলন ৯ মার্চ শেষ হয়।