তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নগর ব্লাড ফাউন্ডেশন। গতকাল রোববার গাজীপুরের টঙ্গীর বিকল্প মডেল হাইস্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ৪০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
নগর ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সজল খান বলেন, ‘২০১৯ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্প করছি। এটা নিয়ে তৃতীয়বারের মতো করছি। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।’
নগর ব্লাড ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা আর এস রাকিব আহমেদ বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’
এ ছাড়া আগত রোগীদের বিনা মূল্যে এমবিবিএস চিকিৎসক দিয়ে চিকিৎসাও দেওয়া হয়। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নগর ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির ইসলাম শিবলু, সাধারণ সম্পাদক তৌফিক আরমান তন্ময় এবং সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।