টিম-এর সাসটেইনেবিলিটি রিপোর্টের প্রথম পর্ব উন্মোচন
সাসটেইনেবিলিটির দিকে সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে, টিম গ্রুপ জিআরআই স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রথমবারের মতো সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে। গত শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ৯টায় সাসটেইনেবিলিটি রিপোর্ট উন্মোচনের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জনকে চিহ্নিত করে, একটি সামগ্রিক পদ্ধতিতে সাসটেইনেবিলিটির জন্য টিম গ্রুপের ধারাবাহিক প্রচেষ্টার প্রতীক।
টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হিল নাকিব স্টেকহোল্ডারদের অংশগ্রহণ এবং ইভেন্টটি সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। টিম গ্রুপের মধ্যে সাসটেইনেবিলিটির অনুপ্রেরণা এবং সাসটেইনেবিলিটি রিপোর্টের বিশেষ বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করেন টিম গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি মোহাম্মদ মনোয়ার হোসেন। সাসটেইনেবল ফ্যাশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সাসটেইনেবিলিটির পথে এই মাইলফলকে পৌঁছানোর জন্য টিম গ্রুপকে অভিনন্দন জানান।
এমডি আব্দুল্লাহ হিল রাকিব বলেন, আমাদের সাসটেইনেবিলিটির পথে উদ্যোগ একটি সবুজ এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্ব গঠনে আমাদের অবিচল অঙ্গীকারের দৃষ্টান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় টিম গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস, উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্টেকহোল্ডাররা যেমন ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট পার্টনার এবং মিডিয়া সহকর্মীদের উপস্থিতিতে। এ সময় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ফার্স্ট কাউন্সেলর, গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন টিম লিডার এডউইন কোককোয়েক, সুইসকন্টাক্টের কান্ট্রি ম্যানেজার মুজিবুল সেজান হাসান, সলিডারিদাদ নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ডিএমডি আবদুল্লাহ হিল নাকিব ও টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব উপস্থিত ছিলেন। ইন্ডিটেক্স, জি-স্টার, বেস্টসেলার, নেক্সট সোর্সিং, মার্কস অ্যান্ড স্পেন্সার, জেডএক্সওয়াই, লি অ্যান্ড ফাং, আউচানের মতো খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এইচএসবিসি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পাশাপাশি আইএলও এবং জিআইজেড, ওয়াটারএইড, ইউনিসেফ, বিল্ড, রিভার্স রিসোর্সেসের মতো ডেভেলপমেন্ট পার্টনার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি