পবিত্র রমজানে কম দামে ৯ পণ্য বেচছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা
পবিত্র রমজানে কম দামে ৯টি পণ্যের বাজার বসিয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। বাজারদরে পণ্য কিনে অর্ধেক মূল্যে ৫০০ মধ্যবিত্ত পরিবারের কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবীরা।
‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’ কিংবা ‘ইহলৌকিক লস পারলৌকিক লাভ’ স্লোগানে রমজান মাসে ৫৩৭টি মধ্যবিত্ত পরিবারের কাছে অর্ধেক দামে ৯টি পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। একজন ক্রেতা-পরিবারপ্রতি ৫৪ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় ৫ কেজি, ২৫ টাকা কেজি দরের আলু ১০ টাকা করে ২ কেজি ও বাকি ৭টি পণ্য ১ কেজি করে ১৪০ টাকা দরের ডাল ৪০ টাকায়, ১২০ টাকা দরের চিনি ৪৫ টাকায়, ১৯০ টাকা লিটারের তেল ১২০ টাকায়, ৪৫ টাকা দরের পেঁয়াজ ২০ টাকায়, ৯৫ টাকা দরের ছোলা ৬০ টাকায়, ৬০ টাকা দরের চিড়া ২০ টাকায়, ৩২০ টাকা দরের খেজুর ১০০ টাকায় কিনেছেন ক্রেতারা। প্রতি পরিবার সপ্তাহে একবার করে মোট চারবার এ বাজার করার সুযোগ পাচ্ছে।
প্রতিষ্ঠানটি বলছে, সমমানের এ ৯টি পণ্য একজনে বাজার থেকে কিনলে ১ হাজার ২৮৭ টাকা প্রয়োজন। এসব পণ্য আইডিয়া লস প্রজেক্টের বাজারে তারা ৫৫০ টাকায় পাবে।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক বলেন, ‘মধ্যবিত্ত দান চায় না, ত্রাণ চায় না, চায় পরিত্রাণ।
আমাদের সাধ্যের মধ্যে আমরা সেই চেষ্টাই করছি। আমরা কিছু মানুষ যোগ হলেই সম্ভব বহু মানুষের পরিত্রাণ এর ব্যবস্থা করা।’
আইডিয়া লস প্রজেক্টের সমন্বয়ক হারুন অর রশিদ জানান, আইডিয়ার স্বেচ্ছাসেবকেরা মাসব্যাপী
যশোরের ৫ নম্বর ওয়ার্ডে জরিপ করে মধ্যবিত্ত ৫৩৭টি পরিবারকে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসে। তাদের মধ্যে কার্ড বিলি করা হয়েছে। এর মধ্যেই অন্যান্য ওয়ার্ড থেকে যেসব মধ্যবিত্ত এসেছিল, তাদের যথাসাধ্য চেষ্টা করা হয়েছে ফিরিয়ে না দেওয়ার। এখন তারা মাসব্যাপী এ বাজার করতে পারছে। বিজ্ঞপ্তি