বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক স্টেশন ম্যানেজার এ কে এম বদরুদ্দোজা (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি হাসপাতালে তিনি মারা যান।
কে এম বদরুদ্দোজার মেয়ে কিশোয়ার জাহান আজ বুধবার প্রথম আলোকে বলেন, স্থানীয় সময় গত রোববার সেন্ট্রাল জার্সির ইসলামিক সোসাইটি মসজিদে তাঁর বাবার জানাজা হয়। এরপর নিউ জার্সির মার্লবরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
এ কে এম বদরুদ্দোজা স্ত্রী লিলা বেগম, দুই সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাঁর মেয়ে কিশোয়ার জাহান ঢাকায় থাকেন। সোমবার রামপুরা ওয়াপদা রোডে তাঁর বাসায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
কিশোয়ার জাহান প্রথম আলোকে জানান, তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার চট্টগ্রামের মিরসরাইয়ের তাঁদের গ্রামের বাড়িতে এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওইদিন স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ কে এম বদরুদ্দোজা ১৯৩৮ সালের ৯ নভেম্বর চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূচনা হয়েছিল যে কয়েকজন ব্যক্তির হাত ধরে, তিনি তাঁদের অন্যতম।
বিমান বাংলাদেশের প্রায় সব গন্তব্যে দক্ষতার সঙ্গে স্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন এ কে এম বদরুদ্দোজা। তিনি দেশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন।
সংস্কৃতিমনা এ কে এম বদরুদ্দোজা বাংলাদেশ বেতার ও বিটিভির প্রথম শ্রেণির সংগীতশিল্পী ছিলেন।