ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের কো-চেয়ার নির্বাচিত হলেন পল্লব চাকমা
ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) কো-চেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশে আইএলসির সদস্য সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। সম্প্রতি ভূমিবিষয়ক আন্তর্জাতিক এই জোটের কাউন্সিল প্রতিনিধিদের ভোটে তিনি কো-চেয়ার নির্বাচিত হন। তিন বছর ধরে তিনি এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই কোয়ালিশনের নীতিনির্ধারণী পরিষদে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাপেং ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএলসি হলো ভূমিবিষয়ক একটি আন্তর্জাতিক জোট। এ জোটে সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাপ্রতিষ্ঠান, আন্তরাষ্ট্রীয় সংস্থা, জাতিসংঘের সংস্থা এবং অন্য প্রাসঙ্গিক অংশীজনেরা অঞ্চলভিত্তিক ও বিশ্বব্যাপী ভূমি অধিকার নিয়ে কাজ করে থাকে। সংগঠনটি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, এমন ভূমি শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে। বিশ্বব্যাপী আদিবাসী, বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী, কৃষক, গ্রামীণ নারী, যুব প্রভৃতি জনগোষ্ঠী নিয়ে কাজ করে। এসব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল ৩২৩টি সদস্য সংস্থা এই কোয়ালিশনের অংশ। বাংলাদেশ থেকেও ছয়টি সংস্থা এই প্ল্যাটফর্মের সদস্য রয়েছে।
আইএলসির সনদ অনুযায়ী, এ সংস্থার সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলে দুজন কো-চেয়ার থাকেন। যাঁরা ১৮ সদস্যবিশিষ্ট এই কাউন্সিলের নেতৃত্ব দিয়ে থাকেন। কো-চেয়ারদের একজন নির্ধারিত থাকেন আইএলসির স্বাগতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফার্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) নীতিনির্ধারণী পর্যায়ের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি এবং অন্য কো-চেয়ার নির্বাচিত হয়ে থাকেন কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সুশীল সমাজের প্রতিনিধিদের একজন।
পল্লব চাকমা ২০২৫-২৭ সময়ের জন্য এই কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।