ঢাবির সূর্য সেন বিতর্ক ধারার সভাপতি তানভীর ও সম্পাদক গালিব
দীর্ঘদিন অচল অবস্থার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন বিতর্ক ধারার ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সূর্য সেন হলের হল সংসদ কক্ষে ক্লাব মডারেটর মো. শাহরিয়ার হায়দারের উপস্থিতিতে নির্বাচন কমিশনার, সদ্য সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিতর্ক ধারার সাবেক ও বর্তমান বিতার্কিকেরা সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করেন।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাবির মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী তানভীর হোসেন শান্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
সূর্য সেন বিতর্ক ধারার কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে দীর্ঘ এক বছর বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সঙ্গে জড়িত সুনামধন্য এ ক্লাবের সব কার্যক্রম বন্ধ থাকে। এরপর সাবেক ও বর্তমান বিতার্কিকদের একাধিকবার আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পর সূর্য সেন হলের সাধারণ শিক্ষার্থী ও বিতার্কিকদের মধ্যে আনন্দঘন পরিবশের সৃষ্টি হয়।
১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলী নেওয়াজ তুষার ও মাসুম বিল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতানুল আরেফিন বায়োজিদ ও মো. ইউসূফ রাহাত। ওই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এ সময় শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানান সদ্য বিদায়ী সভাপতি নাজমুল হুদা আজাদ ও আবু সাঈদ ওমি।