সভায় বক্তারা: হিজড়া শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধে শিক্ষক–অভিভাবকদের সহনশীল হতে হবে

ঢাকার মুগদার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিকদের নিয়ে অ্যাডভোকেসি সভার আয়োজন করে সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনছবি: সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনের সৌজন্যে

হিজড়া ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা রোধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে অ্যাডভোকেসি সভার আয়োজন করছে ‘সচেতন হিজড়া অধিকার যুব সংগঠন’। ‘লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর নিরাপদ, সুষ্ঠু ও সুন্দর শিক্ষাব্যবস্থাই আমাদের লক্ষ্য’ স্লোগান নিয়ে এই কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় ঢাকার মুগদার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে আজ বুধবার এক অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজকের সভায় হিজড়া ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবন বর্তমান অবস্থা, শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ ও এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে করণীয় বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনের ফ্যাসিলিটেটর সৈয়দ শাহনেওয়াজ বিপ্লব।

একজন হিজড়া বা লিঙ্গবৈচিত্র্যময় শিশু যাতে স্কুল থেকে ঝরে না পড়ে, সে ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ও সহনশীল হতে অনুরোধ জানান সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনের সভাপতি রবিউল ইসলাম হিজড়া।

এ ছাড়া প্রতিটি শিশুর বিকাশে শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের ইতিবাচক মনোভাব বিষয়ে বক্তব্য দেন সচেতন হিজড়া অধিকার যুব সংগঠনের উপদেষ্টা শারমিন সুলতানা সালমা।

সভায় আরও বক্তব্য দেন হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং মোহাম্মদ মনিরুজ্জামান।