উত্তরায় ‘ডিমেনশিয়া সেন্টার’ চালু

রাজধানীর উত্তরায় ১৪ জানুয়ারি ‘ডিমেনশিয়া সেন্টার’ উদ্বোধন করা হয়
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে ‘ডিমেনশিয়া সেন্টার’ চালু হয়েছে। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে ১৪ জানুয়ারি এই সেন্টারের উদ্বোধন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা।

অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, ‘ডিমেনশিয়া রোগ বা এই শব্দের সঙ্গে আমরা তেমন পরিচিত নই। এটা যে এত ভয়াবহ রোগ, তা জানা ছিল না। আমি এখানে এসে জানতে ও বুঝতে পারলাম, বিষয়টি খুবই মানবিক। আমি এই ডিমেনশিয়া রোগ ও রোগের ভয়াবহতার বিষয়টি অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।’

‘ডিমেনশিয়া সেন্টার’ থেকে রোগীরা প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সব সময় এই ধরনের মহৎ ও মানবিক কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ডিমেনশিয়া সেন্টারের চেয়ারম্যান মো. আবদুল মতিন বলেন, মানবিক সেবা প্রদানের লক্ষ্যে এই সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। সেন্টার চালাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। তিনি বলেন, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সমাজেরই মানুষ। তাঁরা দেশের জন্য, দশের জন্য কোনো না কোনোভাবে অবদান রেখেছেন। এখন সমাজের উচিত, তাঁদের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) আলিফ রুদাবা।

অনুষ্ঠানে আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল মো. আজিজুল হক সংগঠনের কার্যক্রমের একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেন।