শিক্ষার্থীদের আয়োজনে এলাকাবাসী পেল ফ্রি চিকিৎসাসেবা
ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় শিক্ষার্থীদের তৈরি লাইব্রেরির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক মনসুর আলী। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত শনি ও রোববার (২ ও ৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবায় তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা, রক্তের চাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবা দেন ঢাকার কিডনি ইনস্টিটিউটের চিকিৎসক ফাহিম হুসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহবুব জুবায়ের সোহাগ ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) চিকিৎসক মোহাম্মদ রবিউল আওয়াল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন ও আমেনা বেগম বলেন, কয়েক দিন থেকে তাঁরা সর্দি-কাশিসহ কিছু সমস্যায় ভুগছেন। তাঁরা গরিব মানুষ, ভালো চিকিৎসক দেখাতে পারেন না। তাঁদের এখানে ভালো চিকিৎসক আসায় এখন চিকিৎসা করাতে পেরে তাঁরা অনেক খুশি।
শেফালি আক্তার ও আবদুর রশিদ দম্পতি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করাতে পারছিলেন না। লাইব্রেরির ফ্রি মেডিকেল চিকিৎসাসেবা পেয়ে তাঁরা বলেন, ‘টাকা ছাড়া ডাক্তার দেখানো যাবে, এটা কখনো ভাবিনি। এলাকার ছেলেদের মাধ্যমে ডাক্তাররা আমাদের কাছে এসে চিকিৎসা দিয়েছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
মেডিকেল ক্যাম্পেইনিংয়ের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইদুর রহমান, মোশাররফ হোসেন, শিমুল, আবদুর রাজ্জাক, তানভীর, সাদিকুর রহমান, তারিকুল ইসলাম, আল মাহমুদ দোদুল, রাজীব, রবিউল ইসলাম, ফয়েজ রাব্বি, মতিউর রহমান, ইসরাফিল, সাইফ, তালহা, রিফাত, মেহেদী, রাব্বি, মারুফসহ অন্যরা।
লেখক: আবদুল্লাহ আল নাঈম, শিক্ষার্থী, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষ।