‘এগিয়ে যাই চলো এক সাথে’
৩১ বছর আগে স্কুল পর্ব চুকে গেছে। পেশার প্রয়োজনে ছড়িয়ে–ছিটিয়ে গেছেন দেশে-বিদেশে। ব্যস্ততায় খোঁজ রাখা হয় না স্কুলের সেই বন্ধুদের। সবাইকে একবিন্দুতে মেলাতে তাই সেই সময়ের সহপাঠী-বন্ধুদের নিয়ে গতকাল শুক্রবার মিলনমেলার আয়োজন করেছিল এসএসসি ৯১ ফাউন্ডেশন। ১৯৯১ সালে এসএসসি পাস করা বন্ধুরা গড়ে তুলেছেন এই সংগঠন।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘মানুষের সাথে মানবতার পথে, এগিয়ে যাই চলো এক সাথে’ প্রতিপাদ্য নিয়ে যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ’৯১ ব্যাচের সহপাঠীরা।
এসএসসি ৯১ ফাউন্ডেশনের মিলনমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) কামরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, কাতার বিশ্বকাপ ২০২২–এর উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন প্রতিবন্ধী তরুণ গানিম আল-মুফতাহ। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন একজন প্রতিবন্ধী ব্যক্তি। সরকারে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচির পরামর্শক দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য অনুষ্ঠান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য বন্ধুরা একে অপরকে দেখে আবেগাপ্লুত হন। আনন্দ উৎসবে মেতে ওঠেন। বন্ধুরা ‘শপথ করেন, সজ্ঞানে কারণে বা অকারণে কোনো বন্ধুকে মনে কষ্ট দেব না।
অভিমানে ছেড়ে যাব না। বন্ধুর ভুল শুধরে নেব নিজ গুণে, নিজ চেষ্টায়। কখনো একটি ছোট ভুলের জন্য অজস্র সুন্দর মুহূর্তকে ভুলে যাব না...।’
অনুষ্ঠানে জাদু পরিবেশন করেন খ্যাতনামা জাদুশিল্পী জুয়েল আইচ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সরাসরি শিশু পরিবারের শিশুরা। এ ছাড়া তথ্যচিত্র ও চলচ্চিত্র পরিবেশনা, প্রমিসকো গ্রুপের সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার বিতরণ, র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।