বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশবিদ সোসাইটির আলোচনা সভা

৫ জুন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করেছবি: সংগৃহীত

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালিত হয়েছে। বিজ্ঞপ্তি

‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে ৫ জুন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক মো. মুজিবর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোহিনুজ্জামান, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব সাসটেইনেবিলিটি তাহমিনা জামান খান প্রমুখ।

আলোচকের বলেন, জাতীয় পর্যায়ে সঠিক নগরায়ণ ও ভূমি ব্যবস্থাপনায় পরিকল্পনা; উন্নয়ন প্রকল্প ও শিল্পকারখানায় সঠিক পরিবেশ ব্যবস্থাপনা; ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার; বৃষ্টির পানির পুনর্ব্যবহার; ব্যাংকের গ্রিন ফাইন্যান্স; কৃষি গবেষণার মাধ্যমে খরাসহনশীল জাত উদ্ভাবন; বনায়ন, মরুময়তা রোধের মতো নানামুখী পদক্ষেপ একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারে।

সিরাজুল ইসলাম বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পরিবেশবিদদের বড় প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার পরিবেশ ক্যাডার নিয়োগ দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে আরও গতিশীল করতে পারে। পাশাপাশি তিনি ‘পরিবেশ গবেষণা ইনস্টিটিউট’ খোলার দাবি জানান।