মনোমুগ্ধকর চেলাছড়া
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে সড়কপথে কাউখালী যেতে হয় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে। ঘাগড়া বাজার থেকে ২ দশমিক ৬৮ কিলোমিটার গেলেই চোখে পড়বে এমন দৃষ্টিনন্দন পাহাড়। পাহাড়ি এই এলাকার নাম চেলাছড়া। রয়েছে পাকা সড়ক, বনাঞ্চলে ঘেরা পাহাড়ি এই এলাকায় রয়েছে বসতবাড়ি এবং দোকানপাটও।
পাহাড়ের উঁচু কোনো স্থান থেকে দেখলে মনে হবে যেন গহীন অরণ্য, যার পেছনেই রয়েছে সুবিশাল পাহাড়, একনজরে চমৎকার এক দেখার জায়গা। চমৎকার এই পাহাড়ি এলাকা ধরে নিয়মিত যাতায়াত করেন কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক হাসান কবীর। তিনি বলেন, ‘আমার বাড়ি রাঙ্গামাটির তবলছড়িতে। এ পথেই প্রতিদিন বাইকে অফিস যাওয়া–আসা করি। ফিরতিপথসহ ৫৮ কিলোমিটার গাড়ি চালাতে হয়। অফিস থেকে পরিশ্রান্ত হয়ে ফেরার পথে প্রতিদিন এই জায়গাটায় দাঁড়াই কিছু সময়, চারপাশের সুন্দর দৃশ্যগুলো দেখে ক্লান্তিটাই দূর হয়ে যায়। আবার ফিরতে শুরু করি ঘরে।’
নির্দিষ্ট ও চেনা জায়গাগুলো ছাড়াও পার্বত্য রাঙ্গামাটির পরতে পরতে রয়েছে মনোমুগ্ধকর এমন বহু পাহাড়ি অঞ্চল, যা অত্র অঞ্চলের অধিবাসী তো বটেই, ভ্রমণপিপাসু প্রত্যেকটি মানুষকেই আকৃষ্ট করবে সহজে।
**নাগরিক সংবাদে লেখা পাঠাতে পারবেন আপনিও। ঠিকানা [email protected]