রাজধানীতে ‘ভ্রমণ পাঠাগার’-এর যাত্রা শুরু

দেশের প্রথমবারের মতো ভ্রমণবিষয়ক পাঠাগার ‘ভ্রমণ পাঠাগারে’র যাত্রা শুরু হলো
ছবি: সংগৃহীত

‘আসুন ভ্রমণ ভালোবাসি’-এই স্লোগান নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ূন রোডের খান ভিলায় যাত্রা শুরু করে দেশের প্রথমবারের মতো ভ্রমণবিষয়ক পাঠাগার ‘ভ্রমণ পাঠাগার’। পাঠাগারটি উদ্বোধন করেন কথাসাহিত্যিক ঔপন্যাসিক, কলামিস্ট ও অনুবাদক হাসনাত আবদুল হাই।

হাসনাত আবদুল হাই বলেন, ‘এমন একটি লাইব্রেরির কথা অনেক দিন ধরে ভাবতেছিলাম। এরপর মনে হলো, এই ধারণা বাস্তবায়ন করতে পারবে ঐতিহ্য পর্যটক এলিজা বিনতে এলাহী। তাকে বলার পর আজ বাস্তবায়ন হলো। আজ একটি ঐতিহাসিক দিন। এমন লাইব্রেরি দেশে আর একটিও আছে কি না, আমার জানা নেই। এটি ঠিক থাকবে, এটা আশা করি।’ তিনি এই পাঠাগারে ৪৪টি ভ্রমণবিষয়ক বই উপহার দিয়ে পাঠাগারের যাত্রা শুরু করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ভ্রমণ লাইব্রেরির কর্ণধার এলিজা বিনতে এলাহী, লেখক সৈয়দ জাফর, ফরিদুর রহমান, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি জালাল আহমেদ, কবি ও ভ্রমণ লেখক কামরুল হাসান, ভ্রমণ লেখক সেলিম সোলায়মান, ভ্রমণ গদ্য সম্পাদক মাহমুদ হাফিজ, গীতিকবি আবাম ছালাহউদ্দিন, বইচারিতা সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক গোলাম কিবরিয়া, স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী রাজিয়া সুলতানা ঈশিতা, দীপ্ত টিভির মাহাদী হাসান সোমেন প্রমুখ।