ঘুরে এলাম গাজীপুর সাফারি পার্ক

পাঠ্যবইয়ের সীমাবদ্ধতা পেরিয়ে প্রকৃতিকে কাছ থেকে জানার দুর্দান্ত সুযোগ এনে দেয় শিক্ষাসফর। আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের (২০২১-২২) শিক্ষার্থীরা সেই সুযোগ পেয়েছিলাম গাজীপুর সাফারি পার্কে গিয়ে। আমি নিজেও সেই দলে ছিলাম। আর সত্যি বলতে, এ যেন এক নতুন জগৎ ছিল।
সফরের শুরুতেই আমরা প্রবেশ করি কোর সাফারি জোনে। বিশেষ সুরক্ষিত বাসে উঠে আমরা হরিণ, বাঘ, সিংহসহ অন্য বন্য প্রাণীদের অভয়ারণ্যে প্রবেশ করি। তাদের স্বাভাবিক পরিবেশে ঘোরাঘুরি দেখে একেবারে অন্য এক জগতের স্বাদ পেয়েছিলাম। বাঘের শক্তি ও সিংহের রাজত্বে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ছিল একদম শ্বাসরুদ্ধকর। এই অভিজ্ঞতা আমাদের প্রাণিবিজ্ঞানী হওয়ার পথ আরও পোক্ত করেছে।

এরপর আমরা ঘুরে দেখেছি পাখির অভয়ারণ্য, যেখানে নানা ধরনের দেশি-বিদেশি পাখির ওড়াউড়ি আমাদের মুগ্ধ করে। তাদের নৃত্য, গান ও আচরণ পর্যবেক্ষণ করা ছিল খুবই আনন্দদায়ক। তারপর চলে আসে অ্যাকুয়ারিয়াম গ্যালারি, যেখানে জলজ প্রাণীদের বিচরণ আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ছোট-বড় নানা রঙের মাছ, কচ্ছপসহ অন্যান্য জলজ প্রাণীর সঙ্গে সময় কাটানো ছিল চমৎকার।

অবশেষে আমরা পার্কের মিউজিয়াম পরিদর্শন করি, যেখানে নানা প্রাণীর কঙ্কাল, জীবাশ্ম ও অন্যান্য নমুনা সংরক্ষিত ছিল। এসব দেখার মাধ্যমে প্রাণিবিদ্যার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।

এই সফর শুধু আনন্দের ছিল না; বরং শেখারও দারুণ একটা সুযোগ এনে দিয়েছে। প্রকৃতি, প্রাণিজগৎ ও সংরক্ষণের গুরুত্ব নিয়ে নতুনভাবে ভাবার জায়গা তৈরি করেছে আমাদের মনে। এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে!