নজরুল বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’ মঞ্চস্থ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা মঞ্চস্থ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’। গত সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে নাটকটি মঞ্চস্থ করা হয়।

বিভাগের ১৩তম আবর্তনের আয়োজনে নাটকটির নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং বাংলা ভাষা ও সাহিত্য  বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমেদুল বারী। ‘বিসর্জন’ পরিবেশনায় অভিনয় করেছেন রমেন্দ্র চন্দ্র বর্মন, মেহজাবিন মৌমিতা, মাহমুদ হাসান, সোনিয়া আক্তার প্রমুখ। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী  মোসা. লুভনা আক্তার জানান, ‘প্রথমবারের মতো আমরা অফলাইনে কোর্স সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম। বলা যেতে পারে, এটি আমাদের বিভাগের একটি ব্যতিক্রমী আয়োজন। কোর্স শিক্ষকের নির্দেশনায় নাটকটি উপস্থাপন করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবির প্রমুখ।

কোর্স শিক্ষক আহমেদুল বারী বলেন, ‘আমাদের পাঠদানপদ্ধতির ফলাফলভিত্তিক শিক্ষার অংশ ছিল এই পরিবেশনা। আমার শিক্ষার্থীরাই অভিনয়, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু সবটা করছে। তারা শুধু নাটক পাঠই করেনি, নাটক নামের মঞ্চক্রিয়ার সঙ্গেও তারা সম্পৃক্ত হলো। একই সঙ্গে তাদের বাচিক ও আঙ্গিক দক্ষতা তৈরি হলো।’

উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘কলা-মানবিক ধারার সৌন্দর্য বাংলা বিভাগ। এখানে থেকে ৬-৭টি বিভাগ হয়েছে। তারপরও বাংলা যারা পড়ে, তারা সবকিছুই অধ্যয়ন করেছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই উপস্থাপনায়। আন্তরিকতা ও একাগ্রতার সঙ্গে বিসর্জনকে মঞ্চে উপস্থাপন করেছে, তাদেরসহ সবাইকে শুভেচ্ছা জানাই।’

লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়