বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খুলনা শিল্পীসমাজ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতার লক্ষ্যে ৬ সেপ্টেম্বর খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়ে একটি চ্যারিটি কনসার্ট করে খুলনা শিল্পীসমাজ (মিউজিশিয়ানস ও সংগীতশিল্পী)।
‘গানে বাঁচুক প্রাণ’ শিরোনামের এই কনসার্টে খুলনার জনপ্রিয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন। কনসার্ট থেকে মোট ১ লাখ ৭৬ হাজার টাকা সংগৃহীত হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের লক্ষ্যে এই অর্থ নিয়ে ১৬ সেপ্টেম্বর খুলনার পাইকগাছা উপজেলার কালীনগর যায় শিল্পীসমাজের একটি দল।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, শিল্পীসমাজের দলটি বন্যায় ক্ষতিগ্রস্ত কালীনগর এলাকার ৮৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অর্থ বিতরণ করে।
এ বিষয়ে শিল্পীসমাজের শিল্পী রতন কুমার বিশ্বাস বলেন, ‘এই মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ওষুধ ক্রয় ও গৃহনির্মাণের জন্য অর্থের বেশি প্রয়োজন। তাই আমরা আমাদের সংগৃহীত অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করেছি।’