দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের রক্তদান কর্মসূচি

দক্ষিণ আফ্রিকায় রক্তদান করছেন এক প্রবাসী বাংলাদেশি
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের অলাভজনক সামাজিক সংগঠন সেফ বাংলাদেশি উদ্যোগে রক্ত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জোহানেসবার্গের ব্রি প্রাইমারি স্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ও মুক্ত বাংলা ফাউন্ডেশন নামের দুটি কমিউনিটি সংগঠন সহযোগিতা করে।

সেফ বাংলাদেশি উদ্যোগে রক্ত সংগ্রহ কর্মসূচি নিয়ে সংগঠনের সদস্যরা বলেন, দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল ব্লাড সার্ভিসের তথ্যমতে, দেশটিতে এক মাসের বেশি সময় ধরে রক্তের চরম সংকট চলছে। প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে তাদের রক্ত দিয়ে পাসে থাকতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার তৃতীয়বারের মতো রক্ত সংগ্রহ চলছে।

প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ছে। অনেকে প্রথমবার রক্ত দিয়েছেন। আবার অনেক বাংলাদেশি নিয়মিত রক্তদান করে যাচ্ছেন।

দিনব্যাপী সেফ বাংলাদেশি উদ্যোগে রক্ত সংগ্রহ কর্মসূচি থেকে ৩০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।