অস্ট্রেলিয়ায় ব্যবসায়ীদের অভিবাসন নিয়ে ওয়েবিনার আয়োজন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া রাজ্যে ব্যবসায়ী হিসেবে অভিবাসন নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি ওয়েবিনার আয়োজন করা হয়েছে। কৃষি আর খনিজ সম্পদে ভরপুর এ রাজ্য বরাবরই নানা দেশের ব্যবসায়ীদের কাছে পছন্দের গন্তব্য।

আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি স্থায়ী বসবাসের সুযোগও দিয়ে থাকে রাজ্য সরকার। আর এ ধরনের বিজনেস মাইগ্রেশন ভিসায় আবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেই আয়োজিত হতে যাচ্ছে একটি ওয়েবিনার।

১০ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টা এবং অস্ট্রেলিয়া সময় বেলা ৩টায় সরাসরি অনুষ্ঠিত হবে এ ওয়েবিনার। রাজ্য সরকারের আয়োজিত ব্যবসায়ীদের অভিবাসনসংক্রান্ত আয়োজনের মধ্যে এটি অন্যতম।

ওয়েবিনারটি উদ্ভাবনী ব্যবসায়ীদের জন্য একটি দারুণ সুযোগ হিসেবে দেখছেন অভিবাসন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এডুএইডের প্রতিষ্ঠাতা এবং অভিবাসন আইনজীবী কাজী আহসান। তিনি বলেন, সরাসরি সরকারি ব্যবস্থাপনায় অভিবাসন নিয়ে এ ধরনের কোনো উদ্যোগ এই প্রথম। অভিবাসনে আগ্রহী ব্যবসায়ীদের জন্য এটি একটি দুর্লভ সুযোগ।

কারণ, উদ্ভাবনী ব্যবসায়ীদের জন্য অনিন্দ্য সুন্দর এই দেশ শুধু একটি দারুন আবাসনই নয়, বরং বিনিয়োগের এক উর্বর ভূমিও বটে।
ওয়েবিনারে অংশগ্রহণ করতে বিনা মূল্যে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করা যাবে এই লিংকে