লন্ডনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর ৫০ বছর পূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার যুক্তরাজ্যের লন্ডনে নেহেরু সেন্টার আয়োজন করে একটি সাংস্কৃতিক উৎসবের। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল উদ্যোক্তা পণ্ডিত রবিশঙ্কর ও বিটলসের জর্জ হ্যারিসনকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এ ছাড়া উপস্থিত ছিলেন নেহেরু সেন্টার লন্ডনের পরিচালক অমিশ ত্রিপাঠী।
মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যার মাধ্যমে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে জানতে পারে। এই কনসার্ট আয়োজনে উদ্যোক্তাদের স্মরণে করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গানটিসহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরীর গান ও লোকগীতি পরিবেশিত হয়। গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন সারোয়ার ই আলম, তারানা রউফ কান্তা, নাইজার সুলতানা, জিয়াউর রহমান সাকলাইন, জহুরুল ইসলাম রাসেল, মিলন বিশ্বাস, শিবলি হাসান, তনুশ্রী গুহ ও শ্রীপর্ণা দেবসরকার, ওরিত্রো সারোয়ার, প্রটিশা সারোয়ার, আরাভ জামান, আর্য সাহর হক ও প্রাপ্তি দেব সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিয়তী শেখ।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বঙ্গবন্ধু রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফোরাম ইউকে এবং প্রযোজনায় ও নির্দেশনায় সেতার ফিউশন ইউকে। বিজ্ঞপ্তি