পূর্বাচলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শনিবার রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব
ছবি: বিজ্ঞপ্তি

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫ মে দেশব্যাপী শুরু হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। সারা দেশে ক্লাবের সব শাখার অংশগ্রহণে এই কর্মসূচি চলবে ৩০ জুন পর্যন্ত। এরই অংশ হিসেবে আজ শনিবার (২০ মে) বেলা ১১টায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এ দিন পূর্বাচল ১ নম্বর সাইট অফিসের মেকানিক্যাল ইয়ার্ডে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। রোপণ করা বৃক্ষের মধ্যে আছে ছাতিম, নাগলিঙ্গম, কাঠগোলাপ, তেলসুর, আগর, বট, পলাশ, জারুল, কাঞ্চন, কাঠবাদাম, হিজল, সোনালু ইত্যাদি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বন অধিদপ্তরের সহযোগিতায় পূর্বাচলে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে প্রকৃতি ও জীবন ক্লাব। বৃক্ষরোপণ কর্মসূচির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রাজউকের সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) উজ্জ্বল মল্লিক ও পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল হক। সভায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা।

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সমমনা মানুষদের নিয়ে প্রতিষ্ঠিত হয় ‘প্রকৃতি ও জীবন ক্লাব’
ছবি: বিজ্ঞপ্তি

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে সমমনা মানুষদের নিয়ে প্রতিষ্ঠিত হয় প্রকৃতি ও জীবন ক্লাব। ২০২২ সালের ৫ জুন পরিবেশ রক্ষার এ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। এটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি অঙ্গসংগঠন হিসেবে কাজ করছে। এরই মধ্যে সারা দেশে ক্লাবের ৫৬টি শাখা গঠিত হয়েছে। দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি ও প্রকৃতি শিক্ষা কার্যক্রম পরিচালনা করাই এই ক্লাবের উদ্দেশ্য। বিজ্ঞপ্তি