বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজন করছে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড। এতে অংশগ্রহণ করছেন ৩২টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও অন্যান্য ইনস্টিটিউশনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। কনটেন্ট রাইটিং, টেক্সটাইল কুইজ, আর্ট কনটেস্ট, ফটোগ্রাফি কনটেস্ট, ভিডিও প্রেজেন্টেশন প্রতিযোগিতা থাকবে আয়োজনটিতে। প্রতিযোগিতার বিষয়বস্তু অনলাইনে জমা দেওয়া যাবে। আগামী ১১ জুন বুটেক্স ক্যাম্পাসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই দিন বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার যাবতীয় তথ্য পাওয়া যাবে বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের ফেসবুক পেজে