নোয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯-এর প্রয়োগবিষয়ক প্রশিক্ষণ
নোয়াখালীতে আজ মঙ্গলবার ‘তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগের মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর আয়োজন করে। এতে সহযোগিতা করে ফ্রিডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম বাংলাদেশ (এফএনএফ বাংলাদেশ)। বিএনএনআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ প্রশিক্ষণে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন গণমাধ্যম ও জেলা প্রেসক্লাবের প্রতিনিধি, জেলা তথ্য কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ৩৫ জন অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করেন বিএনএনআরসির সমন্বয়ক হীরেন পন্ডিত। এ সময় এফএনএফ বাংলাদেশের পরিপ্রেক্ষিত ও কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষেদর চেয়ারম্যান আবদুল ওয়াদুদ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) মো. আ. হাকিম।