ভোরের বৃষ্টিতে পশ্চিম ধানমন্ডি ও রায়েরবাজারে জলাবদ্ধতা

Artist-freed

আজ শনিবার ভোরের বৃষ্টিতে স্বস্তি পেয়েছে রাজধানীবাসী। কিন্তু ২৫ মিনিটের এই হালকা বৃষ্টিতে পশ্চিম ধানমন্ডি কিছু অংশ, শংকর প্লাজার পেছনে শংকর রোড, জাফরাবাদ রোড, রায়েরবাজারের বেশ কিছু রোড, জাফরাবাদ প্রাইমারি স্কুলসংলগ্ন পাঠশালা গলিসহ অনেক এলাকায় পানি জমেছে। এ কারণে স্কুলগামী শিক্ষার্থী, পোশাকশিল্পের কর্মী ও অফিসগামী ব্যক্তিরা পড়েন বেশ ভোগান্তিতে।

Artist-freed

এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন। জাফরাবাদ, উত্তর সুলতানগঞ্জ, রাজমূশুরী জাফরাবাদ, রায়েরবাজার, বিবিরবাজার, শংকর, পূর্ব রায়েরবাজার, মধুবাজার, পাঠশালা গলি ও পশ্চিম ধানমন্ডি এলাকা নিয়ে ওয়ার্ডটি গঠিত। সিটি করপোরেশনের হিসাবে ১ দশমিক ৩৬২ বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডে হোল্ডিং রয়েছে ২ হাজার ৩৯৭টি। আয়তনে ছোট হলেও বেশ ঘনবসতিপূর্ণ ওয়ার্ডটি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ এলাকায় যেকোনো নির্বাচনে জনপ্রতিনিধিরা জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি।