পরিবেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। দিবসটি উপলক্ষে সংগঠনটি অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভার আয়োজন করে। বিজ্ঞপ্তি।
কীভাবে সবাই মিলে দেশ তথা বিশ্বকে একটি সুন্দর পরিবেশ উপহার দেওয়া যায়, পরবর্তী প্রজন্মকে কীভাবে একটি সুন্দর বসবাসযোগ্য পৃথিবী দেওয়া যায়, তা তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, পরিবেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পরিবেশকে গুরুত্ব দিয়ে নগরায়ণ পরিকল্পনা নিতে হবে। পরিবেশকে বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। শিল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশের বিষয়টি মাথায় রাখতে হবে।
আলোচনা সভায় অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পরিবেশবিদদের বড় প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার পরিবেশ ক্যাডার নিয়োগ দিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে আরও বেগবান করতে পারে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিভার্সিটি অব প্রিন্স আইল্যান্ড কানাডার পোস্ট ডক্টরাল ফেলো পরিবেশবিদ আমিনুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির সভাপতি ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান প্রমুখ।