নাটোর জোহা কলেজ: এইচএসসি-২০০১ ব্যাচের পুনর্মিলনী ১১ জুলাই
নাটোরে শহীদ ড. শামসুজ্জোহা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ২০০১ সালের এইচএসসি ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। কলেজের ২০০১ সালের এইচএসসি ব্যাচ ‘সংশপ্তক জোহা-২০০১’ নামে পরিচিতি লাভ করেছে। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন। তাঁর স্মৃতির স্মরণে তৎকালীন সময় নাটোরের গুরুদাসপুর থানা সদরে অবস্থিত কলেজটির নামকরণ করা হয়।
‘বন্ধু বন্ধুর তরে’ স্লোগানকে ধারণ করে ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১১ জুলাই শহীদ ড. শামসুজ্জোহা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ১ হাজার ২০ টাকা পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশন করার শেষ সময় ১৩ জুন। ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের এক স্থানীয় প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
নাটোরে গুরুদাসপুরের অন্যতম বড় গ্রুপ ১৯৯৯ সালের এসএসসি ও ২০০১ সালের এইচএসসি ব্যাচ। কলেজের পুরোনো বন্ধুদের আবার ফিরে পেতে এ পুনর্মিলনী ব্যাপক ভূমিকা পালন করবে। এ পুনর্মিলনীতে ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের সব বন্ধুকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করতে এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে 01915504238 (তানভীর রানা), 01717083758 (রাজীব), 01730047948 (ফজলু), 01740276296 (সজল)।
‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের পুনর্মিলনীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে ফাত্তাহ তানভীর রানা, সজল মাহমুদ, রাজিব সরকার, ফজলুল হক, রুহুল আমিন, পাভেল সরকার, নাদিম পারভেজ অপু, নাজমুল হাসান রাসেল, রায়হান আলী, সুমন, লিপু, রাব্বি, রেজাউলসহ অনেক বন্ধু কাজ করছেন। এ ব্যাচের বেশ কয়েকজন চিকিৎসক, প্রকৌশল, বিসিএস ক্যাডার, ব্যাংকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে সফলতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও নদীদূষণ রোধেও ‘সংশপ্তক জোহা-২০০১’ ব্যাচের ভূমিকা লক্ষ্য করা গেছে।