উন্নয়নের পথে ইতিহাস চর্চার প্রতি গুরুত্বারোপ বিশেষজ্ঞদের
সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদেরা। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল) এবং ওপেন একসেস বাংলাদেশ যৌথভাবে আয়োজন করে উন্নয়ন ইতিহাসবিষয়ক আন্তর্জাতিক সেমিনারের।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেমস ম্যাডিসন ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক মাইকেল গুবশের। তিনি ইতিহাস চর্চার গুরুত্ব এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কীভাবে বিভিন্ন ইতিহাস দায় ধরে রেখেই নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সে বিষয়ে তুলে ধরেন।
আলোচনায় আরও অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস মনজুর আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব এবং যমুনা টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. মাহফুজুর রহমান মিশু।