কেন তুমি জুলাইকে বিপ্লব বলবে না?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ঢাকা, ৩ আগস্টছবি: শুভ্র কান্তি দাশ

বিপ্লবকে ভয় পেয়ো না প্রিয়তমা আমার,
যে প্রেমিক যুদ্ধে নামেনি কোনো দিন—
জানবে না কীভাবে সাঁজোয়া যানের অভিজ্ঞতায়—
জীবন বাজি রেখে ভালোবাসতে হয়!
রক্তের স্বাক্ষর যে জমিনে দেয় অনায়াসে,
সেই প্রেমিক হয়ে ওঠে অক্ষরে-অক্ষরে।
মুখরিত স্লোগানে স্লোগানে উত্তপ্ত হৃৎপিণ্ডে
জমাট রক্ত ফুল হয়ে ফুটবে ক্ষিপ্ত শোকে!
ভয় পেয়ো না আমার অবুঝ পাখি,
জরুরি শাসন অবজ্ঞা করে
তোমার গ্রাফিতিতে ভরিয়ে দেব
সমস্ত রাজপথ রক্তাক্ত চুম্বনে!
অদৃশ্য শত্রুর স্নাইপারের বিদ্যুৎ–ঝিলিকের
মুখোমুখি জ্যোৎস্নাকামী খোলা বুক পেতে
অমরত্বের স্বাদ নেব নিঃসংকোচে,
তোমাকে এক মুঠোবন্দী জোনাকি দিতে!
—জুলাইয়ে কারও মৃত্যু নেই!

* রেজা রিফাত আলম, মোহাম্মদপুর, ঢাকা