প্রিয় বৃহস্পতিবার

অলংকরণ: মাসুক হেলাল

প্রথমেই তোমাকে অন্তরের অন্তস্তল থেকে জানাই শুভেচ্ছা। তুমি আছো বলেই আমরা পুরো সপ্তাহের ধকল কাটিয়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পারি! যদিও তুমি অন্য দিনগুলোর মতোই কর্ম-ক্লান্তিতে ভরপুর, তারপরও তুমি সুন্দর, তুমি অনন্য। তুমি এতটাই প্রাণবন্ত যে শুক্রবারের ছুটিও তোমার কাছে ম্লান।

শনি থেকে বুধ যেখানে অফিস কিংবা বসকে ম্যানেজ করে আমরা ক্লান্ত হয়ে পড়ি, সেখানে তুমি ভোরে তোমার আগমনী কণ্ঠে আমাদের জাগিয়ে তোল। স্বেচ্ছায় বিছানা ছেড়ে রেডি হয়ে হাসিমুখে আমরা বেরিয়ে পড়ি অফিসপানে। পুরো সপ্তাহের কষ্ট আজ আমাদের আর পেয়ে বসে না। অফিসপাড়ায় সবাই যে যত কাজই করতে থাকুক না কেন, মুখে থাকে একচিলতে হাসি আর মনে থাকে সুখী একটা ভাব। পাহাড়সম কাজও হয়ে যায় একমুহূর্তে। সত্যিই তুমি অসাধারণ।

তোমাকে পেয়ে বাসায় পুরো পরিবারের এক সপ্তাহের দীর্ঘ অপেক্ষার প্রহর কাটে! মা-বাবা, ভাইবোনের সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলা, স্ত্রী-সন্তানকে একটু একান্তে পাওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে জম্পেশ আড্ডা দেওয়া, বাঁধাহীনভাবে কোথাও একটু বের হওয়া—সেটা হতে পারে মাওয়ার ইলিশ কিংবা পুরান ঢাকায় কাচ্চি খেতে যাওয়া অথবা বইমেলায় একটু উঁকি মেরে আসা!

রাত জেগে সবার সঙ্গে বসে একটা মুভি দেখা, টিভিতে টি–টোয়েন্টি ক্রিকেট ম্যাচ কিংবা এল ক্লাসিকো অথবা মুঠোফোনে ডাউনলোড করে রাখা নেটফ্লিক্সের কোনো হরর মুভি দেখায় যেন বৃহস্পতিবারের জুড়ি নেই। তার সঙ্গে রাতের ডিনারে সবজি বা ভুনা খিচুড়ি অথবা রাত ১২টার পরে ঝাল করে চানাচুর-মুড়ি মাখিয়ে খাওয়া কিংবা এটা–ওটা তৈরি করে খাওয়া—ব্যস একদম দুইয়ে দুইয়ে মিলিয়ে চার!

তুমি আছো বলেই সপ্তাহের একটা দিন মুঠোফোনে অ্যালার্ম না দিয়ে আরাম করে একটু ঘুমাতে পারি, পরদিন বিরক্তিকর অ্যালার্মের শব্দ শুনতে হয় না। তোমাকে বিশ্বাস করি বলেই ঘুমের মধ্যে ভালো একটা স্বপ্ন দেখার সৌভাগ্য হয়। তুমি এতটাই স্পেশাল যে কারও কাছে তুমি বিয়ের হলুদ সন্ধ্যার মতো, আবার কারও কাছে ঈদের চাঁদরাতের মতো। আসলেই তা–ই। বিয়ের অনুষ্ঠানের সব মজা যেমন গায়েহলুদে কিংবা ঈদের পুরো আমেজ যেমন চাঁদরাতেই পাওয়া যায়, ঠিক তেমনি শুক্রবারের ছুটির পুরো আনন্দটাই বৃহস্পতিবারে।

আটটা-পাঁচটা অফিস শেষে বাসায় ফিরছি। রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম। কখন বাসায় ফিরব তারও নেই ঠিক। কিন্তু তাতে কী? আজ তো বৃহস্পতিবার। হোক না একটু দেরি, রাস্তায় থাকুক না আরেকটু ট্রাফিক জ্যাম, আজ তো বৃহস্পতিবারই। এখনো উৎসবের পুরোটা তো পড়েই আছে।

পরিশেষে এভাবেই সব সময় পাশে থেকো আমাদের! সপ্তাহ, মাস কিংবা বছরের প্রতিটি বৃহস্পতিবার একেকটা আনন্দের উপলক্ষ হয়ে উঠুক সবার জন্য—এটাই চাওয়া।
ইতি
তোমারই
বায়তুল আলিফ জয়

***নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল অ্যাড্রেস [email protected]