বুটেক্সে ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) গত বুধবার (১৬ আগস্ট) টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ কর্তৃক আয়োজিত ‘প্রসপেক্টস অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটিস অব ফ্যাশন ডিজাইন স্টাডি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ আলিমুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. মশিউর রহমান খান। এ ছাড়া অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিবি প্রোডাকশন-ফ্যাশন ফর ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, ব্লুচিজ আউটফিটার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিংয়ের মহাব্যবস্থাপক এস কে মামুন ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমান।
উপাচার্য শাহ আলিমুজ্জামান বলেন, একমাত্র শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রয়াসেই সর্বোচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব। তাই তিনি সবাইকে আত্মত্যাগের সহিত কাজ করার আহ্বান জানান। এ ছাড়া ফ্যাশন ডিজাইন বিভাগ চাইলে কয়েক বছরের মধ্যে বুটেক্সকে একটা ব্র্যান্ডে পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেমিনারের মূল বক্তা বিবি রাসেল বলেন, দেশে বর্তমানে টেক্সটাইল ডিজাইনারদের ক্ষেত্র এখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। তাই তিনি ফ্যাশন ডিজাইনের পাশাপাশি টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রেও বিশেষ দৃষ্টি আরোপ করার অনুরোধ জানিয়েছেন।
বুটেক্স টেক্সটাইল ফ্যাশন ডিজাইন বিভাগ ২০১০ সালে চালু হয়। এখন পর্যন্ত এ বিভাগ থেকে সাতটি ব্যাচ সফলভাবে স্নাতক সম্পন্ন করেছে।
*লেখক: মো: রাফি সারোয়ার, শিক্ষার্থী, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ, বুটেক্স