১ / ৫
বেলা শেষে নীড়ে ফিরছে নৌকাগুলো। ছবিগুলো ২৩ ফেব্রুয়ারি কাপ্তাই লেক থেকে তোলা
ছবি: সূর্য দাস
২ / ৫
ছাগলছানার পেছনে ছুটছে এক শিশু। পীরগঞ্জ, রংপুর, ২২ ফেব্রুয়ারি
ছবি: মাসুদার রহমান
৩ / ৫
রাঙামাটির লংদু থেকে তরমুজ বিক্রির জন্য কাপ্তাই এনেছেন এক ব্যবসায়ী। আকার অনুযায়ী, একেকটি তরমুজের দাম ১০০ থেকে ৩০০ টাকা। সেনানিবাস ঘাট, কাপ্তাই, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি
ছবি: সূর্য দাস
৪ / ৫
রেলস্টেশনে সূর্য ডুবছে। চারদিক মোহিত করেছে আলোকচ্ছটা। দিল্লি রেল জংশন, পুরান দিল্লি, ভারত। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৫ / ৫
গোধূলি লগ্নে সূর্যের মনে বুঝি ঘটা করে অভিমান জড়ো হয়। তাই তো পশ্চিমাকাশে অল্প অল্প করে ডুবে যেতে থাকে। মফিজ লেক, ইসলামী বিশ্ববিদ্যালয়, ২৪ ফেব্রুয়ারি
ছবি: ইদুল হাসান ফারহান