মহসিনস স্মার্ট ইংলিশ লার্নিংয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

মহসিনস স্মার্ট ইংলিশ লার্নিং-এর রিইউনিয়ন ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকার সিবিসিবি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী রিইউনিয়নে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকাল ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ। জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান।

বিশেষ অতিথি ছিলেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর একাডেমি শরিফুল আনোয়ার ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল মো. ফিরোজ খান। এ ছাড়া আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। তারা দিনভর আনন্দ আয়োজনে মেতেছিল।