অরণ্যের সবুজ উৎসব
পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব’–এর আয়োজন করা হয়েছে। সম্প্রতি কুড়িগ্রামের চিলমারীর ফকিরের হাট উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে ৬০০ আমের চারা বিতরণের এ উৎসব উদ্যাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্যবৃদ্ধির লক্ষ্যে ফুলগাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সঠিক নিয়ম শেখানো হয়। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ ইউক্যালিপ্টাস, একাশিয়া, মেহগনি, রেইনট্রি রোপণে নিরুৎসাহিত করে দেশীয় জাতের ফলগাছ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করা এবং গাছ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক রোকনুর জামান শাহিন, ফকিরের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান খোরশেদ আলম, অরণ্যের উপদেষ্টা নুর আমিন, অরণ্যের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামিউল ইসলাম জুহান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মীর মশাররফ হোসেনসহ অরণ্যের অন্যান্য সদস্যরা।
উৎসবে অতিথিরা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই।
তাই প্রত্যেকেরই উচিত, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে।
*নাগরিক সংবাদে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]