বগুড়ার শাজাহানপুরে গুণীজনেরা পেলেন সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন জালশুকা গ্রামে, জালশুকা দক্ষিণ-পূর্ব পাড়া (আমতলা) ছাত্র সংঘের উদ্যোগে গুণীজন সংবর্ধনা এবং কিশোর গ্যাং ও মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক মো. সোহরাব হোসেন ছান্নু। এ ছাড়া বরেণ্য অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক। এ ছাড়া এলাকার শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যাংকারসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রভাষক মো. মুনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রামে ২২ অবসরপ্রাপ্ত শিক্ষকসহ অন্যান্য পেশার মোট ২৮ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন এ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান পলাশ ও শিক্ষক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাগুরুর মর্যাদা যে সমাজে থাকে না, সে সমাজে ধীরে ধীরে পচন ধরে। সমাজে শিক্ষকের স্থান সবার ওপরে। কোনো কিছুতেই শিক্ষাগুরুর ঋণ শোধ করা সম্ভব নয়। বখাটেপনা ও মাদকের ভয়াল থাবা যাতে সমাজকে গ্রাস করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

ভিন্নধর্মী এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এলাকার গুণীজনেরা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মেজবাউল আলম ও ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ সামচুজ্জোহা রূপম, সহকারি অধ্যাপক, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া। আয়োজক ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি মেহেদী হাসান সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ জিহাদুল ইসলাম, তোরাবুল ইসলাম, সোহান, রাসেল, সজীবুল ও আরও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভবিষ্যতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতির মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি