প্রগাঢ় ওম চাই

অলংকরণ: মাসুক হেলাল

প্রলম্বিত শীত আর সইতে পারছি না৷
চৈতের দাবদাহে পুড়ি, পোড়ে না তৃষ্ণা
বোশখের ঝড় পেরুলাম, থামে না কালবৈশাখী
বর্ষার নদী হলাম, আনন্দ ধারায় ভাসলাম না৷
শ্রাবণে দু’কূল ছাপানো বৃষ্টি নামল, ভিজলাম না৷

তারপর হৈমন্তে কার্তিকের বিষ থাবায় নুইয়ে যাওয়া,
অগ্রাহায়নের নবান্নের জোটেনি আঘ্রাণ,
কেবলি মরা কার্তিকে ভর দিয়ে মা কালীর বাণ
এ প্রলম্বিত শীত আর সইতে পারছি না৷
প্রভূ,
তোমার ভাণ্ডার হতে এক ফালি রোদ দাও,
মচমচে মুড়ির মত এক টুকরো রোদ৷
কত দিন রোদ্রজলে ভিজি না!

প্রলম্বিত শীত আর সইতে পারছি না৷
এক চিলতে রোদ চাই, সেথায় চুবিয়ে নেব
বুকে জমানো সব বরফ পাহাড়,
জীবনকে জ্বালিয়ে হলেও একটু ওম চাই
বিধাতা,
বসন্ত বাতাস বহাও তপ্ত দাবদাহে
ফুলেল মৌতানে জাগাও ভ্রমর গুঞ্জন
এ প্রলম্বিত শীত পোহাতে ভাল্লোগা না!