বিপ্রতীপ ভাবনা

অনিয়মটাই নিয়ম যখন,
ভেবে আর লাভ কী তখন?
কেন মিছে খুঁজি আলো?
অন্ধকারটা বেজায় ভালো।
দুর্নীতিকে ভাবি নীতি,
সংশয়ের হবে ইতি।
‘সত্য’ বলে যেটা জানি,
কেন তাতে এত গ্লানি?
বিবেক নামের যন্ত্রণাকে,
দিলাম বিদায় মাথা থেকে।
স্রোতের টানে গা ভাসাই,
শান্তি-সুখে দিন কাটাই!
আসলেই কি ব্যাপারটা তা–ই?
পথ ভুলে না হারিয়ে যাই!
নিজের কবর নিজেই খুঁড়ে,
যাচ্ছি চলে অচিনপুরে।
অন্ধকারের নেই যে শেষ,
হতে পারি নিরুদ্দেশ।
তাই আলোর পানে হাত বাড়াই,
সৃষ্টি–সুখের দিশা পাই।