ঢাকা কলেজের প্রধান গেটের সৌন্দর্য রক্ষা চাই
বাংলাদেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় যার অবস্থান। জনবহুল এ এলাকার চারপাশে সব সময় নানান বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি চোখে পড়ে। সেটা রাজনৈতিক বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিরও বটে। তবে দুঃখজনক ব্যাপার হলো, হুট করে কেউ প্রাচীনতম এ বিদ্যাপীঠের সামনে এলে এটাকে একটা বিজ্ঞাপন কেন্দ্র হিসেবেই মনে করবে। কেননা কলেজ ক্যাম্পাসের প্রধান গেটের সামনে দিয়ে সব সময় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন কোচিং সেন্টার, হোস্টেল ইত্যাদির নানান বিজ্ঞপ্তির ব্যানার ও ফেস্টুন থাকে।
এত এত ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন চিত্র কলেজের প্রধান সড়কের এবং প্রধান গেটের সৌন্দর্য নষ্ট করছে। এগুলো জুড়ে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। এটা নিয়ে বিভিন্ন সময়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও এখন পর্যন্ত এর স্থায়ী কোনো সমাধান চোখে পড়েনি।
এমতাবস্থায় এই ক্যাম্পাসের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে চাই, কলেজ ক্যাম্পাসের প্রধান গেটের সঙ্গে এবং এর আশপাশের সব জায়গায় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানো নিষেধ করা হোক। পাশাপাশি প্রধান গেটের সৌন্দর্যবর্ধনের যেসব কাজ এখনো বাকি, সেগুলো যেন অতি দ্রুত সম্পন্ন করা হয়।
*লেখক: মো. সায়েদ আফ্রিদী, শিক্ষার্থী, ঢাকা কলেজ