রংপুরে ‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই’ ব্যবহারপদ্ধতি নিয়ে দিনব্যাপী কর্মশালা
রংপুরে ‘মা ও শিশু স্বাস্থ্য তথ্য বই’ ব্যবহারপদ্ধতি নিয়ে অনুষ্ঠিত হলো এক দিনব্যাপী দীর্ঘ কর্মশালা। সকালে এ কর্মশালায় অনলাইনে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর দালা লানা স্কুল অব পাবলিক হেলথের সহকারী অধ্যাপক সাফি ভূঁইয়া। তিনি এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে মা ও শিশু স্বাস্থ্য বই প্রচলনের জন্য কাজ করে যাচ্ছেন।
২০ মে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ সরকারের ডিরেক্টরেট জেনারেল ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস লাইন ডিরেক্টর মাহমুদুর রহমান, গুড হেলথ হাসপাতাল রংপুরের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ মামুনুর রহমান, ফ্যামিলি প্ল্যানিং রংপুরের ডেপুটি ডিরেক্টর সাইদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের গাইনি বিভাগের আবাসিক বিশেষজ্ঞ সার্জন শাহীন আরা, বিশিষ্ট গাইনি অ্যান্ড অবস বিশেষজ্ঞ সাবিনা পারভীনসহ ইউনিসেফ কনসালটেন্ট মনিরা পারভীন, ব্র্যাক ইন্টারন্যাশনালের সাবেক ম্যানেজার তামজিদা হানফি, এমসিএইচটিআই-এর সাবেক সিনিয়র ট্রেইনার সৈয়দা মাহবুব আরা বেগম প্রমুখ।
কর্মশালায় মা ও শিশু তথ্য বই পাইলট প্রকল্পের জন্য নির্ধারিত ৩ স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকে নির্বাচিত ১০ স্বাস্থ্যকর্মীকে বইটির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন মা ও শিশু স্বাস্থ্য তথ্য বইয়ের তৃতীয় সংস্করণের সম্পাদক মুশতারী মিমি ও উদীয়মান জনস্বাস্থ্য শিক্ষানবিশ সৈয়দ অর্পন রহমান। প্রশিক্ষণ শেষে মায়েদের এই তথ্য বই প্রদানের মাধ্যমে রংপুরে আনুষ্ঠানিকভাবে মা ও শিশু তথ্য বইয়ের ব্যবহারিক যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি