তবুও বাঁচার জন্য স্বপ্ন আঁকো

ফাইল ছবি

অস্থিরতা আমাকে নির্ঘুম করে দেয়
জয়ের উচ্ছ্বাস আমাকে পরাজিত করে
ভালো থাকার শক্তি আমাকে
নিস্তব্ধ করে তুলে
ভীষণভাবে
আহত হয়ে
মেঘলা আকাশে
বিষাদের বন্দনায়।

চারদিকে এমন বিষাক্ত বাতাস
শয়তানের ডানায় মানুষের চিৎকার;
বড় একা লাগে—বড় একা।
নানা মতে, নানা গুঞ্জনে
পৃথিবী আজ জ্বলে দাউ দাউ করে।

অভিশপ্ত এই গ্রহে
আফ্রিকায় ঘুরে ফিরে
‘এমপক্স’ যেন এক ধ্বংসাত্মক
পৃথিবীর আওয়াজ তুলে।

দ্বন্দ্বে দ্বন্দ্বে
জাতি যেন আজ গৃহযুদ্ধে।
পতনের পর পতন
তবুও নেই যেন
মুক্তির সোপান।
শ্রেষ্ঠত্ব লড়াইয়ে জমেছে
ইতিহাস ধ্বংসে
কে মহান, কার অবদান
এই নিয়ে বুদ্ধিজীবী মহলে
           জৌলুস সারগাম।

‘‘জাতির পতাকা আজ
                 খামচে ধরেছে সেই পুরনো শকুন’’

মিছিলে মিছিলে
রক্তে রক্তে
মানুষ হওয়ার শপথে
অমানুষ হয়ে ফিরে আসার
মহাকালের গন্ধমে।

অস্থিরতায়—
ভালো নেই
ভালো নেই কদমফুলের
‘ম’ ‘ম’ সুবাতাস।

ফুলে উঠেছে রক্তজবা
তনু, মুনিয়ার মতো মৌমিতা
কী ভয়ংকর!
১১৩টি কামড়
চোখের মণি থেকে
রক্তসাগর।

বড় অস্থিরতায় দিন কাটে
তবুও একবুক আশা নিয়ে
বাঁচার জন্য
স্বপ্ন আঁকে।

**নাগরিক সংবাদে ছবি, লেখা ও ভিডিও পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]