সম্মান ফাউন্ডেশনের উদ্যোগে কেয়ার গিভার কোর্সের সনদ বিতরণ
‘কেয়ার গিভার’ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মান ফাউন্ডেশন এই কোর্স পরিচালনা করে থাকে। এই কোর্সের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত নারী, পুরুষ, বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়। এতে সমাজে তাঁদের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। এই কোর্স পরিচালনায় সম্মান ফাউন্ডেশনকে সব রকম সাহায্য–সহযোগিতা করছে কাজুকো ভুইয়া ট্রাস্ট। সংস্থাটি সম্মান ফাউন্ডেশনের বিভিন্ন জনহিতকর কার্যক্রমে সব সময় সহায়তা দেয়।
এ দিকে সম্মান ফাউন্ডেশন চলতি বছর মোরালজির শতবর্ষ পালন করবে। জাপানি পণ্ডিত হিরুইকি চিকুরো মোরোলজি উদ্ভাবন করেন। এর লক্ষ্য হচ্ছে, সমাজে ও আমাদের দৈনন্দিন জীবনে সহৃদয়তার চর্চা বৃদ্ধি করা।