বন্ধুদের একত্র করতে ইফতার আয়োজন
বন্ধুমহলকে একত্র করতে এক ইফতার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাধানগরের ‘চাঁদের বাড়ি ইকো রিসোর্ট’-এ করা হয় ইফতারের আয়োজন। একসঙ্গে বেড়ে ওঠা, স্কুল–কলেজে পড়ালেখা করেছে এ রকম বন্ধুদের নিয়ে এই ইফতার আয়োজন করা হয়।
আয়োজকদের মতে, ‘আমাদের অধিকাংশ বন্ধুরা শ্রীমঙ্গলে বেড়ে উঠলেও বর্তমানে জীবন-জীবিকার তাগিদে অনেকেই শ্রীমঙ্গলের বাইরে থাকছে। অনেক বন্ধু দেশের বাইরে চলে গেছে। ঈদ উদ্যাপনে অনেকেই শ্রীমঙ্গল এসেছে। সেই সুযোগকে কাজে লাগাতে এ রকম একটি ইফতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। যাতে এই উপলক্ষে শ্রীমঙ্গলে অবস্থান করা বন্ধুদের সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটানো যায়। পুরোনো স্মৃতিচারণা করে কিছুটা সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। যদিও অনেক বন্ধু এখনো ঈদের ছুটি না পাওয়ায় শ্রীমঙ্গল আসতে পারেনি। আর প্রবাসে থাকা অনেকে তো ইচ্ছা থাকলেও আসতে পারছে না।’
অনুষ্ঠিত ইফতার আয়োজনে শামিল হতে বিকেল থেকেই একে একে রিসোর্টে জড়ো হতে থাকে। ইফতারের প্রায় এক ঘণ্টা আগেই অধিকাংশ বন্ধু উপস্থিত হয়ে সবকিছু প্রস্তুত করতে হাতে হাত মিলিয়ে কাজ করা শুরু করে দেয়।
পরে একসঙ্গে বসে ইফতার করা হয়। ইফতারের পর বন্ধুবান্ধবেরা আনন্দ-আড্ডায় মিলিত হয়ে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়। সন্ধ্যা নামার কিছু সময় পর একে একে বিদায় নেওয়া শুরু করে।