কপ২৯ সম্মেলনে সাদিক আল সরকার

কয়েক দিন আগে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলন (কপ২৯)। এ সম্মেলনে সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ নীতিনির্ধারকেরা অংশ নেন।

দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের ১৭টি এসডিজি গোল নিয়ে কাজ করা সংগঠন প্ল্যান অব সাস–এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকারও কপ২৯ এ অংশ নেন। তিনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণসহ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে নানা দিক তুলে ধরেন।

চলতি বছর ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে ২৯তম কপ অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল ‘ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড’, অর্থাৎ সবুজ পৃথিবীর জন্য সংহতি।

সাদিক আল সরকার পর্যবেক্ষক হিসেবে এবার অংশ নিয়েছিলেন। প্ল্যান অব সাস এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs), এসডিজি বা বৈশ্বিক লক্ষ্যসমূহ হলো ১৭টি আন্তসংযুক্ত বৈশ্বিক লক্ষ্যগুলোর একটি সংগ্রহ, যা ‘সকলের জন‍্য একটি ভালো এবং আরও টেকসই ভবিষ্যৎ’ অর্জনের পরিকল্পনা হিসেবে তৈরি করা হয়েছে। জাতিসংঘ প্রনীত এসডিজির মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।